প্রোগ্রামিং ক্যাম্প ও ক্যারিয়ার সেমিনার ‘১৬ঃ

ক্যাম্পে আগত সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যারা অন্তত কিছু শিখতে হলেও রোজা রেখে কষ্ট করে এসেছো তোমাদের অবশ্যই ধন্যবাদ আর ভালোবাসা।

Tamjid Al Rahat (Tamjid Al Rahat is currently working as Lecturer of United International University, Department of Computer Science and Engineering.
Prior that he worked as Software Engineer at Reve Systems Ltd
He Completed his Graduation from Bangladesh University of Engineering and Technology, Dept of Computer Science and Engineering.)

ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। এই ছোটো প্রোগ্রামে ঢাকা থেকে এসে মূল্যবান সময় দেয়ার জন্য।

ইকবাল ভাইয়া, ইমন ভাইয়ার কথা না বললেই নয় 🙂

আর যাদের কথা ননা বললেই নয় তারা হচ্ছে ভলেন্টিয়ার ভাইয়ারা। তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ শব্দটি অনেক কম হয়ে যায়।রায়পুরের জালিস, নাইম, নিলয় ভাই সহ, লক্ষ্মীপুর সদরের পিয়াস, লিংকন, ফাহাদ, ইমনকে বিশেষ ভাবে উল্লেখের দাবি রাখে।

ক্যাম্পের প্রধান আকর্ষণ, আমাদের প্রিয় লক্ষ্মীপুরের জুনিয়দের আবারো অনেক অনেক ধন্যবাদ সুশৃঙ্খলভাবে ক্যাম্পে অংশগ্রহণের জন্য। প্রোগ্রামিং কন্টেস্টে বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা।

ক্যাম্পের কিছু চিত্রঃ 13567370_907927925982452_3677972104765704236_n

13567517_907927645982480_5272754995972577543_n

This slideshow requires JavaScript.

Author: Lakshmipur Math Club

আমাদের প্রিয় জেলা লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের শিক্ষা তথা জ্ঞান-বিজ্ঞানে অগ্রগামী ও যুগোপযোগী করে গড়ে তোলা আমাদের এই অঞ্চলের অগ্রসর শিক্ষার্থীদের একটি মৌলিক দ্বায়িত্ব। এই দ্বায়িত্ববোধকে সামনে রেখে যাত্রা শুরু করে # লক্ষ্মীপুর গণিত ক্লাব; ২০১৩ সালে ফেব্রুয়ারী মাসে ‘লক্ষ্মীপুর স্থানীয় গণিত অলিম্পিয়াড’ এর মাধ্যমে...

Leave a comment